অপেক্ষায় থেকো প্রিয়া  
বহুুক্রোশ পথ পায়ে মারিয়ে
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
আসছি আমি তোমার শহরে ৷
তুমিও কি আমার মতো করে
আমার অপেক্ষায় আছো বসে
চুপটি করে আনমনে,নির্জনক্ষণে
ভালোবাসার পশরা সাজিয়ে ?
শুনেছি আমি তোমাদের শহরে
সুখ ছড়িয়ে আছে সবার ঘরে
তাই দুঃখকে ছাড়পত্র দিয়ে
আসছি আমি তোমার শহরে ৷
তুমিও কি অপেক্ষাতে আছো বসে
সুখগুলোকে মুঠোয় বন্দী করে
মেঘের ভেলায় ভালোবাসা ছড়িয়ে
আমার আসার অপেক্ষায় পথ চেয়ে?
অপেক্ষায় থেকো প্রিয়া
আমি আসবো তোমাদের শহরে
হোক না তা মেঘের পালঙ্কে চরে
কিম্বা
তেরো নদী সাত সমুদ্র পার হয়ে
প্রণয়ের চুম্বন এঁকে দিতে আমি আসবো ৷