আর কতো রক্তে তোর পিপাসা মিটবে
তোর বুকে তো রক্তের দাগ আজো আছে
৪৭শে অভ্যুত্থান, ৫২তে ভাষার সংগ্রামে
১৯৭১ এ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে
বল আর কতো রক্ত দিতে হবে তোকে ?
আমার এ স্বাধীন দেশে হায়নার নজর পরেছে
মানুষরুপী হায়নারা প্রিয় পতাকা খামচে ধরেছে
প্রিয় ভাষানী,প্রিয় মুজিব আর কতোকাল থাকবে অভিমান করে ?
আর একবার বজ্রকণ্ঠে ডাকো দিশেহারা জাতিকে
১৬ কোটি মানুষ আজও তোমাদের অপেক্ষাতে ৷
কোথায় জিয়া,কোথায় আতাউল গনি ওসমানী
তোমাদের কানে কি ভাষানী,মুজিবের ডাক পৌঁছেনি ?
রনাঙ্গন তোমাদের ডাকছে চলে আসো এখনি ,
অসহায় জাতিকে আর একবার করো চীরঋনী
যদিও এ জাতি তোমাদের রক্তের দাম দেয়নি ৷
প্রিয় জন্মভূমির মাটিতে আর কতো রক্ত ঝরবে
আর কতো মা,বোনের সম্ভ্রম শেয়াল শকুনে খাবে
তোমরা কি আজও অভিমান করেই থাকবে
নাকি আসবে অসহায় জাতিকে বাঁচাতে ?