স্যার একটা চাকরি হবে ?
অনেকটা পথ এসেছি মাড়িয়ে
মেঠোপথ পেরিয়ে এসেছি পিচঢালা পথে ৷
জ্বী স্যার !
সাথে আছে আমার সব সার্টিফিকেট
বিধাতার দেয়া সার্টিফিকেটও আছে খালি পেট ,
পোশাক গুলোও আজও দিচ্ছে রুমমেট
আমার আছে শুধু বিশুদ্ধ কাগজের সার্টিফিকেট ৷
দিন না স্যার আমাকে একটা চাকরি
এই আজ আমি এতোদূর এসেছি
তারুন্যের সব তৃষ্ণা বুকে নিয়েছি
অথচ তারুন্যকেই পিছে ফেলে এসেছি
বৃদ্ধ বাবাকেও এবার কথা দিয়ে এসেছি
জানেন ? বাবা শুনে সেকি খুশি
ছেলে আমার করবে মস্তবড় চাকরী
সেই যে অঝো পারা গাঁ থেকে এসেছি
১০টা বছর হলো,তবুও চাকরি খুঁজে চলেছি ৷
স্যার একটা চাকরি হবে ?
নীলাকে বলেছিলাম চাকরি হলেই বিয়ে করবো তোকে ,
নীলাও মুঠোফোন খবর পাঠিয়েছে গতরাতে
পাত্র পক্ষ নাকি ওকে দেখতে আসবে ,
নীলা ওর বাবাকে সাফ জানিয়ে দিয়েছে
আমাকে ছাড়া বিয়ে করবেনা কাউকে
দিননা স্যার একটা চাকরি আমাকে
আইবুড়ো নামটা আমার তবেই যে ঘুঁচে যাবে ,
লান্ছনার খানা খেয়ে বিদ্যে গুলো গুলিয়ে যাচ্ছে
সময়ের মতো সময়টাও ঠিকই বয়ে চলেছে
বাবা,মা মরতে বসেছে নীলাও হয়তো ছেড়ে যাবে
করজোড়ে মিনতি দিননা একটা চাকরি আমাকে
বাবা,মা,নীলাকে নিয়ে খেয়ে পরে দিন গেলেই হবে
অতো বেশী কিছু চাইনা ছোট্ট একটা চাকরি দিন আমাকে ,
সব কাজ করে দিবো একটা চাকরি দিন আমাকে ৷
আমি জানি স্যার এখনি ডাক দিবেন দারোয়ানকে
আর আমাকে বের করে দিবেন এখান থেকে
তবুও বলছি দিননা স্যার একটা চাকরি আমাকে
কাজেই আমার যোগ্যতার প্রমাণ দিবো আপনাকে