চলে যাবো যখন দূর হতে বহুদূরে
এদিকওদিক চুপিচুপি আমায় খুঁজবে
বুঝবে তখন একাকীত্ব কাকে বলে ?
খুব নিশিথে একলা ঘরে ঘুমোতে যাবে
তখনও সেথায় আমার স্পর্শটাই খুঁজবে
আর শুন্য বিছানায় হাতরে খুঁজে ফিরবে ৷
মাঝ নিশিথে স্বপ্ন দেখে আঁতকে যখন উঠবে
দুঃস্বপ্নেরা ঠিকই তখন তোমায় তাড়া করবে
দু'চোখ তোমার ঠিক তখনই অশ্রুসজল হবে ৷
যখন সাতসকালে আড়মোড়া ভেঙ্গে উঠবে
বাসি মুখে চায়ের কাপে আলতো চুমুক দিবে
তখনো সে চায়ে পুরোনো স্বাদটাই খুঁজবে ৷
তপ্ত দুপুরে ক্লান্ত চরণে ফিরবে যখন ঘরে
দুয়ার খুলে প্রথম ধাপে আমাকেই ডাক দিবে
বুঝবে তখন আজ অবধি ভালোবাসো আমাকে ৷