বেকার
চলেছো তো একলা একাই হেঁটে ?
অফিস পাড়ার এগোলি ওগোলীতে
কিছু সস্তা ডিগ্রির বোঝা নিয়ে পিঠে ৷
বেকার
কেনো ছুটছো আধুনিক দ্বাসত্বের পিছে ?
সু-শিক্ষায় শিক্ষিত তবে কেনো হলে
তোমার যোগ্যতায় কি কমতি আছে ?
বেকার
কিছু কি পরেছে তোমার পেটে ?
নাকি হা-ভাতেই চলেছো হেঁটে
পকেটের ভাঁড়ারটা শুন্য বলে ৷
বেকার
জান কি তোমার যাত্রা শুরু যে পথে ?
শ্যাওলা-কাদায়ও পিচ্ছিল হয়ে থাকে
যদি তোমার মামা-খালু না থাকে ৷
বেকার
জুতোর সুকতলাও বুঝি গেছে ক্ষয়ে
পরনের জামা তাওতো দেওনি ধুতে
আর কতকাল দ্বাসত্বের পিছে ঘুরবে ৷
বেকার
জীবনের বেলা তো অনেক পেরিয়েছে ,
এখনই সময় তোমার ঘুরে দাঁড়াতে হবে
নয়তো জীবনযুদ্ধে তুমি পিছিয়ে পরবে ৷