বুকভরা ক্ষোভ নিয়ে ঘুরছি আমি
দেখি তোরা কত করিস নোংরামি ৷
সয়েছি ঝারিঝুরি দেখেছি ভন্ডামী
এবার জনতা হবেই হবে অগ্রগামী ৷
এবার তোরা ছাড় ঐ অট্টালিকা
কেমন পারিস দেখি ফুটপাতে ঘুমা
দামি গাড়ি ছেড়ে এবার শুধুই হাঁটা
বুঝবি তোরা ব্যাথিতের কি ব্যাথা ৷
ওদের অট্টহাসিতে অবাক হয়ে যাই
একটু চিন্তা ক্লেশ ওদের কিচ্ছু নাই ,
ওদের আছে নাকি গডফাদার বড় ভাই ৷
আমাদের কি বাঁচার অধিকার নাই ?
আমরা কি মানুষের কাতারে নাই ?
আমরা শোষিত জনতা বাঁচতে চাই ,
আমরা জনতা আবার জেগে উঠবোই
ঘুমন্ত বিবেকগুলো জাগ্রত হবেই ৷