একজন মায়াবতী তুমি দুঃখ পেওনা
তুমি অপেক্ষা কর আমি আসছি
ক্লান্ত শ্রান্ত জড়াজীর্ণ আমি আসবোই
প্লিজ দেরি হলো যেনো চলে যেওনা ৷
পুরোনো অভ্যাস গুলো সব সুধরে নিয়েছি
নিয়ম করেই এখন আমি অফিস করি
নিয়ম করেই নিত্যদিন বাড়ি ফিরি
আর !
শুন্যঘরে শুধু তোমায় খুঁজে ফিরি ৷
মায়াবতী !
বুঝিনি তুমি এতো অভিমানী
আমি বাউন্ডেলে বলেই কি ফিরে গিয়েছ তুমি?
দেখো সব সুধরে নিয়েছি আমি ,
রাত জেগে ফেসবুক নোটিফিকেশন দেখিনা ,
অনলাইনেও নতুন পুরাতন বন্ধু আর খুঁজিনা ,
এখন আমি নিয়ম করেই ঘুমোতে যাই
আর শুন্য বিছানায় মায়াবতীকে খুঁজে বেড়াই ৷
মায়াবতী !
কোথায় তুমি ?
দেখো আজ আমি হয়েছি সেই আমি
যে আমি ছিলাম তোমার কাংখিত আমি
মায়াবতী আমি আসবো অপেক্ষায় থেকো তুমি  ৷