ইদানিং বড্ড বেশী একা হয়ে যাচ্ছি
চতুর্দিক থেকে সংকুচিত হয়ে যাচ্ছি
ধীরে ধীরে একটা বৃত্তে আবদ্ধ হয়ে গেছি ৷
আকাশ বিশাল তবুও শূন্যতা ধারন করে
মেঘেরাও আজকাল আমাকে এরিয়ে চলে
আমাকে দেখলেই যায় দূরে সরে ৷
যে দিকে তাকাই দেখি মানুষের অরন্য
অথচ সে অরন্যে আমি একা অন্য
একটা মানুষ নাই সেখানে এই আমার জন্য ৷
আজও বেঁচে আছি সম্পর্কের টানাপোড়ানে
সংসার নামক বেড়াজালে নিজেকে বন্দী করে
সব চাওয়া জলান্জলী দিয়ে সুখটাকে ধরতে ৷
এই শহরে আমার মতোই অনেক মানুষ আছে
সবার মাঝে থেকেও সে একলা একাই থাকে
সবাই দেখে হরহামেশাই আছি বড় সুখে ৷