অতঃপর
আমি পথ হারিয়ে ফেলেছি
চিরচেনা এই শহরটাও আজ অচেনা ৷
সুখটা এখানে অনেক চড়া দামে কেনা
অনুবিক্ষণেও মাঝে মাঝে খুজে পাওয়া যায় না ৷
নিঃস্বার্থ ভালোবাসাও আজ খুঁজে পাওয়া যায় না
মোটা মানিব্যাগ কিম্বা ভার্চুয়াল কার্ডে হয় তা বেচাকেনা ৷
স্বপ্ন গুলো রোজ এখানে সিলিংয়ে হারায়
ইচ্ছেগুলো বাস্তবতার মোড়কে আটকে যায় ৷
যদি স্বস্থির নিঃশ্বাস নিতে চাই এ বাতাসে
মজুরের ঘামের গন্ধই প্রথম নাকে আসে ৷
আকাশ টাও মাঝে মাঝে এখানে থেমে যায়
নিজেও জানেনা কতো স্বপ্ন আপন শুন্যতায় উড়ায় ৷