সেদিন ওরা মৃত্যুর মিছিলে গিয়েছিলো
আমার মায়ের বুলি বাঁচিয়ে রাখার জন্য
তপ্ত রোদ গায়ে মেখে ১৪৪ ধারা ভেঙ্গে
রাষ্ট্র ভাষা বাংলা চাই এই স্লোগানে ৷
সেদিন ওরা মৃত্যুর মিছিলে গিয়েছিলো
আমার আমি কে টিকিয়ে রাখার জন্য
বন্দুকের মুখে বুক পেতে দিতে করেনি কার্পন্য
বাংলা ভাষা বাঁচিয়ে রাখার জন্য ৷
সেদিন ওরা মৃত্যুর মিছিলে গিয়েছিলো
একটা স্বাধীন ভাষার জন্য
পিচঢালা পথ রঙ্গীন করেছিলো
আমার মায়ের ভাষার জন্য ৷
সেদিন ওরা মৃত্যুর মিছিলে গিয়েছিলো
পরাধীনতার শৃংখল ভাংতে
এক সুন্দর আগামীর জন্য
যা তখন ছিলো শুধুই স্বপ্ন ৷