কোনদিকে যাবো বলো ?
আসলে যাবার মতো দিক কি আছে ?
আসলে কি দিকের কোন শেষ আছে ?
দেখ দিকটা দিকের ভেতরেই মিশে আছে ৷
পথচলারও কি কোন শেষ আছে ?
নেই ৷
কোথায় থামছে পদধ্বনি প্রতি পদে ?
সময় সমুদ্রতীরে দাঁড়িয়ে
মাঝে মাঝে আসি পিছু ফিরে ৷
অন্যকে ফেরানোর অভ্যাস নেই কোনদিনও কিন্তু নিজেকে ?
হ্যাঁ নিজেকে ফেরানোর অভ্যাস আছে বারবার ৷ যেখানে যে যায়
সে কি ফিরে আসে ঠায় ?
দিকটা হয়তো দিকের মাঝেই আছে মিশে ৷ যাবার ইচ্ছে আছে কিন্তু
নাহ্ কোন যাওয়া নেই ৷
কোনদিকে যাবো বলো ?
আসলে যাবার মতো গন্তব্য আছে কি ?