সূর্যের প্রস্তুতি চলছে
গন্তব্যে ফেরার আয়োজনে ৷
সারাদিন ছিলো ব্যাস্ত সে
আলোদান করতে এ পৃথিবীকে ৷
প্রত্যুষে নীল নভে উচিয়েছে শিখর
ব্যাস্ত সে স্বার্থক করতে দিনকে ৷
এভাবেই চলেছে সে ধেঁয়ে
সকালের গন্ডি পেরিয়ে দুপুরে
আর দুপুর পেরিয়ে বিকেলে ৷
আর সব শেষে -----?
কোন এক নির্জন ক্ষনে
সকল ব্যাস্ততা গুটিয়ে প্রস্তুতি চলছে
ফিরবে সে কাঙ্খিত গন্তব্যে ৷
কারন -----?
সকলেরই মনে রয়েছে সুপ্ত বাসনা
ফিরবে সে আপনালয়ে
তবে কেন স্তব্ধ রবে সে ?
তার বাসনা রবে সবার আগে ৷
কেননা!!!!
সারাটাদিন ব্যাস্ত সে রাখে
একটা ঘর তথা একটা সমাজ
একটা গ্রাম তথা একটা দেশ
এভাবে সারা বিশ্বালয়
তবে ওরও তো ক্লান্ততা আছে
আছে কিছু জড়তা!!!
ক্লান্ততা আছে এ মানব জাতীর
আর এ ক্লান্ততা থেকে
কিছুটা মুক্তির প্রয়াসে
প্রত্যেকেরই একটা গন্তব্য থাকে
যা সবারই কাঙ্খিত গন্তব্য ৷