তার চেয়ে এই ভালো
বন্ধু তুমি চলে এসো,
ধুলো জমা এই শহরে
কি লাভ থেকে বলো ?
তার চেয়ে এই ভালো
বন্ধু তুমি চলে এসো
আমাদের এই ছোট গাঁয়,
যেখানে পাবে তুমি শুনতে
পাখির ডাক নিরালায় বসে,
যেখানে দেখতে তুমি পাবে
বাতাসের দোল খেলে যাওয়া
ধানের শিষের ডগায় করে ৷
তার চেয়ে এই ভালো
বন্ধু তুমি চলে এসো ,
ওই শহুরে ঘর দোর ফেলে
আমাদের এই ছোট গাঁয় ,
এখানে তুমি পাবে
সাঁঝ পোহানো রাতে
বাঁশের মাঁচায় শুয়ে
জোছনার গলে পরা দেখতে ৷
বন্ধু তুমি আসবে কি ?
ওই পাপে জমা শহর ছেড়ে
আমাদের এই ছোট গাঁয় ?