আমি আসবো তোমাদের মাঝে
নতুন রুপে নতুন সাজে ৷
কখনো আমি আসবো
অপরিচিত পথিক হয়ে
কিম্বা
পথিকের পথ হয়ে ৷
কখনো আমি আসবো
সাঁঝ পোহানো আকাশে
রাঙ্গা গোধূলী হয়ে ,
তোমাদের মন রাঙ্গিয়ে দিতে ৷
কখনো বা আসবো
পথ হারিয়ে ফেলা
কোনো শঙ্খচিলের বেশে ৷
কখনো আমি আসবো
সাদা মেঘের ভোলায় চড়ে
সুখের বৃষ্টিতে ভেজাতে
ক্ষরায় পোড়া আবাদী জমিকে ৷
কখনো বা আসবো
দুঃখিনী মায়ের ঘরে
কাঙ্খিত সুখের প্রদীপ হয়ে ৷
কখনো আমি আসবো
গ্রাম্য কুমারী মেয়ের মনে
সোনালী স্বপ্নের বেশে
আমি আসবো বহুরূপী সাঝে ৷
জানি চিনবে না মোরে
তবুও আমি আসবো
তোমাদের মনের মাঝে ৷