জলজ্যান্ত আঁধারটাকে গিলে খেলো সূর্যের আলো
আর পুরোনো শহরটা নতুন মলাটে প্রস্তুত আবারো ৷
ইট,কাঠ,আর পাথরের শহরে আবার একটা ভোর
পেশাজীবী,কর্মজীবিরা সময়ের সাথে সাথে দৌড় ৷
আঁধারের সিঁধ কেটে নতুন সূর্য উঠেছে পূর্বাকাশে
পতিতারাও দেনা-পাওনা সব চুকিয়ে ঘরে ফিরছে ,
বিদ্ধস্ত পতিতার চোখে মুখে এক কষ্ট লেগে আছে
তার সেই দুঃখটা সে শুধু একা-একাই বয়ে চলেছে
যার দায় ভার নিজেই নিয়েছে ,দেয়নি এ সমাজকে ৷
নিশিপ্রহরীদের হয়তো দেখইনি কোনদিন তোমরা
যে তোমাদের সুখ নিদ্রায় রাত জেগে দেয় পাহারা
কখনো কি দেখেছো সে ঘুমায় কখন থাকে কোথায়?  
তোমারাতো ঘুম ভেঙে দেখছো এ চকচকে শহরকে
কিন্তু কখনো কি ভেবেছো ঐ ঝাড়ুদার কেমন থাকে ?
ছোট জাত বলে সবসময় নাক সিটকাও ওদের দেখে
অথচো সেই তোমাদের এ চকচকে শহর দিয়েছে ৷
নিকষ কালো আঁধারেই সুন্দর,অসুন্দরের চর্চা চলে
আর সূর্য যখন গিলে খায় জলজ্যান্ত আঁধারটাকে ,
তখন পুরোনো শহর নতুন মলাটে আবার জেগে উঠে
যেনো পুরোনো বোতলে নতুন মদের দোকান খুলেছে৷