অসহায় এই মফস্বলের ক্রান্তিকালে
শাপে বর হয়েই তুমি ধরা দিয়েছিলে
মাতৃত্বের ছায়ায় আগলে রেখেছিলে ;
পিছিয়ে পরা এই মফস্বল শহরটাকে ৷


স্বপ্ন দেখিয়েছিলে দুঃস্বপ্নের শহরকে
বাঁচতে শিখিয়েছিলে মাথা উঁচু করে ,
শুধু তুমি চলে যাবে এ শোকটা বুকে
অশ্রু ভারাক্রান্ত আজ শহরের হৃদয়ে ৷


সাদা কে সাদা বলতে  শিখিয়েছিলে ;
শিখিয়েছো কালোকে কালো বলতে ,
উদ্যমী হতে শিখিয়েছিলে এ শহরকে
শিখিয়েছিলে প্রতিবাদী হয়ে দাঁড়াতে ৷


এ মফস্বল আজ ঋণী তোমার কাছে ;
তোমার রাখা পদচিহ্নে এশহর হাঁটবে ,
পায়ে পা মিলিয়েই বহুদুরে চলে যাবে
শুধুমাত্র তোমার তুমিকে ভালোবেসে ৷