কাঁদতে হলে উপচে পড়া
চৈত্রের রোদে নয়,
শ্রাবণের ভরা বর্ষায় কাঁদো।
বর্ষার জলে অশ্রু ধুয়ে যাবে,
দোষী হবে না
তোমার নিরপরাধ চোখ।


হাঁসতে হলে বাদল দিনে নয়,
বসন্তে রোদ বিছিয়ে হাঁসো।
ফাগুনে রঙিন ঝরা পাতার গল্প
শুষে নেবে তোমার হাসির
অতিবেগুনি কষ্ট।


কেউ জানবে না তুমিও মানুষ।