অশ্রু ও সমুদ্র জলে
অমিল কিছু নাই।
দুটোই বর্ণহীন,
অন্তত স্বাদে তো তাই।


পুঁজিবাদী এই সমাজে
অশ্রু ও সাগর জলের
পৃথক কোনো সংজ্ঞা
কোথাও লিপিবদ্ধ নাই।


অশ্রু ও সাগর জল
দুটোই সমতন্ত্রী,
দুটোই ক্ষরণের ফল।


অবশেষে নীল তিমির
মতো আমিও নির্বিকল্প
মেনে নিয়েছি-
লোনা জলই জীবন।