আমি কখনও জন্মগ্রহণ করি গ্রীক যুগে
প্রণয়ে আবদ্ধ হই ক্লিওপেট্রার সাথে।
সে ঘর বেশি দিন টেকে না, ফিরে যাই নেফারতিতির কাছে
ফারাও সম্রাজ্ঞীর বাহুডোরে কেটে যায় যুগ
এরপর ফিরে আসি মোগল আমলে
নুরজাহানের প্রধান সেনাপতি হয়ে শাসন করি রাজ্য।
আমার একমাত্র বিফলতা সেবার রাণীর কাছে
বাদশা সলোমন ছিলাম না বলে
ঠাঁই হয়নি রাণী বিলকিসের দরবারে।
তবে আমাাকে ঠিকই খুঁজে নিয়েছে মেরেলিন মনরো
যুগ যুগ স্বীকৃত একনিষ্ঠ প্রেমিক কে হারাতে চায়?
আমি তার আলিঙ্গনে আবদ্ধ থাকিনি বেশী কাল
টিনের চালে গড়ানো বৃষ্টির পানির মতো
সময় আমাকে ঠেলে দিয়েছে মনিকা লিউনেস্কির দিকে।


আমি জানি বারলুস্কিনির মতো গদিনশীন হলে আমি আবারও
পাণি গ্রহণ করবো যুগ শ্রেষ্ঠ কোন রমনীর। তবে এটা কেবলই
ভবিষ্যত। এ নিয়ে আমি কথা বলতে চাই না।