মশিউর ইসলাম, পিতাঃ মো.নুরুল ইসলাম, । মাতাঃ রেবেকা রুনু।
জন্মঃ ১৯৯৩,সাগরকন্যা নামে পরিচিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।  
এস.এস.সি. (দাখিল) এবং এইচ.এস.সি.(আলিম)
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে সফলতার সহিত শেষ করে,
( বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং )  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট-
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট ( নিটার)  থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। পরবর্তীতে ( এম,এস,সি ইন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং ) ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন।  
মাসিক বিকাশ, মাসিক পিরান , আমার দেশ, কালের কণ্ঠ,প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় কবিতা, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়েছে। অনেক পত্রিকার বিশেষ সংখ্যা তে নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে।


ইতিমধ্যে তার একক কাব্যগ্রন্থ " কথার ফার্মেসী " ২০২৪ বইমেলায় এবং বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে।


ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি ঝোক থেকে সামান্য লিখে চলেছেন।
গল্প, কবিতা কিংবা অন্য যে কোন বই পড়তে ভীষণ পছন্দ করেন ।
অসম্ভব ভ্রমন প্রিয় একজন মানুষ ।


স্বপ্ন দেখেন প্রত্যেকটা ঘুমন্ত কবিতার প্রসবে একদিন সৃষ্টি ও স্রষ্টার প্রকৃত মিলন ঘটবে।