আশা-নিরাশার মহাকাশে
চুপটি মেরে পথটি ভুলে,
ভাবছি একা ভাবটি মেরে
জয়টি বুঝি হয়েছে মোরে ।


আসলে সেতো কষ্টাকাশে
ভাসছি দুখের দারুন কষে,
বিষের শিখায় জ্বলে পুড়ে
ধেয়ে ধেয়ে বারে বারে ।


কেমন করে সইবে মনে
বিধাতাই জানেন আশাহত মোরে,
ধৈর্যের বাঁধন যাচ্ছে ছিড়ে
পারব ধরে রাখিতে তারে ?