তেমনি থাকতে চাই
অট্রালিকা আর রাজপ্রাসাদে বন্দি নয়
মাঠ পাহাড় আর সাগরের বিশালতায়
বাঁচতে চাই।

তেমনি থাকতে চাই
সেনা সৈন্যের বিড়াম্বনায় নয়
মুক্ত পাখির মত ডানা মেলে
উড়তে চাই।

তেমনি থাকতে চাই
সঙ্গহীন রঙ্গমঞ্চে নয়
খোলা জনপদে মানুষের ভীরে
চলতে চাই।

তেমনি থাকতে চাই
সম্পদ অর্জনে মত্ত নয়
দু’মুঠো ভাতের নেশায়
জড়াতে চাই।

তেমনি থাকতে চাই
রূপসী নারীর মোহে নয়
সরল মনের গরল প্রেমে
পড়তে চাই।