সারারাত ধরে বৃষ্টি
থেমেছিলো সূর্য ওঠার পরে,
ঘর হতে পা বাড়িয়ে আঙ্গিনার বুকে
কাদা মাটির কোমল মমতায়  
একপা দু’পা করে
পেয়ারা গাছটার কাছে,
দাঁড়াতেই -
চোখ পড়লো তোমার চোখে।
বকুল গাছটার নিচে
কি যেন ভাবছো দু’নয়নে
চেয়ে মোর দিকে
ইশারায় কি যেন বলিতে ।
দিলে দৌড় মিষ্টি হেসে
ঘরে ফিরে জানালার পরে
আকাশ মেঘের তরে,
আধো আলোর অস্পষ্টে
দেখে চলি দু’জন দু’জনে।
কত সময় গেছে চলে?
বুঝতে পারিনি-
সকাল গড়িয়ে দুপুর
বুঝেছি ঢের পরে।
আনমনে অবেলায় আজো সে ক্ষণ -
এখনও পড়ে মনে।