বড্ড বেকুব
খুয়ে মান কুড়ায় দাম
পেতে হাত আনে জাত,
স্বার্থপর কোথাকার!
নিজের তরে অন্যে ঠকাও
বিবেক হারা বুদ্ধি তোমার।
দাম কোথায়?
ভাবো হে একবার, মানুষ হবার।


বড্ড বেকুব
সূর্য হওয়ার চেষ্টায় ব্রত
জ্বালায় ধরনী পোড়ায় বনানী,
রক্তচোষা কোথাকার!
মানব রক্তে রাঙ্গানো মঞ্চে
করে শাসন খাটায় দাপট।
ক’দিনের তরে ?
ভাবেনা সে, নিশ্চিত যাবে মরে।


বড্ড বেকুব
সম্পদ লুণ্ঠনে সদা মত্ত
বানায় পাহাড়,
মুখের আহার বাঁচার সত্ত্ব
কেড়ে নিয়ে হয় তাহার
সব আমার চিরতর।
কার তরে?
ভাবেনা সে, সব যে রইবে পড়ে ।


বড্ড বেকুব
অন্যের আশ্রয় কেড়ে
প্রাসাদ গড়ায়,
রঙের ঝলক নজর কাড়ায়
গাড়ির বাহার রাস্তা তাহার
ক্ষমতার বলে প্রণাম কুড়ায়।
কিসের তরে?
ভাবেনা সে, যাবে তাহার সব বিফলে।


বড্ড বেকুব
মিছেই তুলে ঝড়
জীবনটা থরথর,
দৌড়ে জীবনভর
ধরধর মারমার
কত আর কত আর?
থামবে কবে?
ভাবেনা সে, ক্ষণেকেরও তরে।


বড্ড বেকুব
জিনিসে ভেজাল খাদ্যে বিষ
লাভ বাড়াতে দাম বেশি নিস,
নিজের ছেলে নিজের মেয়ে
তারাও তো বাপ অন্যে ঠকে
এসব থামাও ওদের বাঁচাও।
আর কতো হে?
ভাবেনা সে, বেহুশই থাকে।