রা‌তের নিস্তব্ধতা
বাতায়‌নের পা‌শে বাঁশঝাড়
উপ‌রে মায়াবতী চাঁদ
ধবল জোৎস্না-
ডাহু‌কের ডাক-
ভে‌সে আস‌ছে থে‌মে থে‌মে
ভে‌ঙ্গে দি‌চ্ছে নিস্তব্ধতা
একান্ত ভাবনাগুলোতে বাধা
পড়‌ছে বারবার, কানপাতি
ম‌নো‌যোগ দেই- করুণ! সকরুণ!
হু হু ক‌রে ও‌ঠে ভিতরটা
কা‌লো মেঘ! ঢে‌কে গে‌লো চাঁদটা
ধবল জোৎস্না- হারা‌লো রূপ
আবার নিস্তব্ধতা, আঁধার!
শুধু আঁধার চা‌রিধা‌রে