স্তব্ধ জ‌োছনায় স্নান কর‌ে ঘর‌ে ফ‌িরি,
দু'মুঠ‌ো ভাত মুখ‌ে পুড়‌ে ক্ষ‌ুদার জ্বালা ম‌‌িটাই।


পাখ‌িদ‌ের নীড়‌ে ফে‌রার ত‌াড়া থাক‌ে
কিংবা, ঝর্ণা সাগর‌ে ম‌িল‌িত হওয়ার জন্য
নদীত‌ে রূপ ন‌‌েয়, আমার ক‌‌িছু নেই।


পথ হারা ক্লান্ত পথ‌‌িক, আমি‌
পথ-ঘাট‌ে ঘুর‌ে বেড়াই।