আমার বাসা মশায় ঠাসা
ভনভনাভন উড়ে,
রক্ত শুষে নেয়ার আশে
দলের সবাই ঘুরে ।
দখল করে মশার দলে
আমার বাসায় থাকে,
দেখলে পরে সদলবলে
দিচ্ছে কামড় নাকে ।
স্বাধীন ভাবে ঘুরছে মশা
নেইতো মনের ভয়,
রক্ত ছাড়া খায়না কিছু
আরতো কিছুই নয় ।
মশার ডরে দিবস-রাতে
মশারি টানাই রোজ,
তা নাহলে মশার রাজ্যে
হচ্ছি ভুঁড়ির ভোজ ।