তোর আগুনে পুড়ি আমি তোর জলেতে ভাসি
এই জমিনে ফলাই আমি দুঃখ রাশি রাশি
তোরে ভালবাসিরে বন্ধু তোরে ভালবাসি ।।
                                    
যতদূরে থাকিসরে বন্ধু মনটা নেয়রে পিছু
দুঃখ দিলে দিতে পারিস কইবো নারে কিছু
বুঝে নিসরে তুই আমারে কেন ছুটে আসি ।।

সময় করে দেখে নিসরে এই অন্তরে ক্ষত
দিন-রজনী জ্বলে-পুড়ে হইছে গভীর কত
দেখলে তোরে মনের ঘরে কাটে অমানিশি ।।

তুইতো আছিস এই হৃদয়ে গহীন বনের পাখি
দূরের দেশে বসত করে করিস ডাকাডাকি
সারা জীবন ফলাই এমন আমি দুঃখের চাষী
তোরে ভালবাসিরে বন্ধু তোরে ভালবাসি ।।