আকাশ নীলের বিশালতায় জমে ওঠা মেঘেরা ঘন থেকে ঘন-ঘণীভূত ।
তড়িত্‍ গতিতে ছুটে চলা টুকরো টুকরো মেঘের ঘর্ষণ
তোলে গগন বিদারী আহাজারী
কি বীভত্‍স ভত্‍সনা ।
ভয়ার্ত কন্ঠে বলি
আর কত এই রোষানল !
থামো, এবার থামো
ঝরে পড়ুক শান্তির জল ।
উপচে পড়া আঁধারের আলোয়
হায়নারা হেঁটে চলে ঠিক
ভয়হীন নির্ভীক ।
তীক্ষ্ম নখাঘাত চক্ষু স্ফুলিঙ্গ কম্পিত পদার্পণ অকথ্য বচন
রক্তাক্ত,রক্তাক্ত করবী পুষ্প কানন ।
এবার ঝড় উঠুক ,একটা তুমুল ঝড়
লন্ডভন্ড হোক সব,
অনীপ্সিত রক্তক্ষরণ
অনাহূত অগ্নিদহন,
বিচূর্ণ হোক দাম্ভিকতা
আঁধারের সময় ফুরিয়ে জ্বলে উঠুক আলোক বর্তিকা ।
নিঃশেষ হোক বিশ্বাস ঘাতক
বিনাশ হোক তাবত কূট-কৌশল ।
ঝড় উঠুক-তুমুল ঝড়
বয়ে আনুক প্রসন্নতা,
আমি আছি সাথে
আমার প্রতিবাদ আমার নীরবতা ।