আমি বাস করি এমন এক পৃথিবীতে
যেখানে সত্য আটকে যায় আলজিহ্বার ডগায় ;
যেখানে অল্প একটু মিথ্যা আর ছলনার
একচ্ছত্র আধিপত্য ।
যেখানে কথা দেয়া মানে –
তা ভেঙ্গে ফেলার উন্মাদনা !!
অল্প কিছু মিথ্যা কেড়ে নেয়
হিমালয় সমান সত্য ।


আমি বাস করি এমন এক পৃথিবীতে
যেখানে ভালোবাসা ঢাকা পড়ে –
অতীতের কৃষ্ণবিবরে ।।
যেখানে আলোয় রাঙ্গা পৃথিবীতে –
নির্মল সন্ধ্যার অন্তরালে –
হঠাত ডেকে যায় বিভীষিকার মেঘ ;
বৃষ্টি আসে –
কাঁদায় ভুবন ;
আর আমাদের কান্নাগুলো আটকে যায়
জমাট কষ্টের পাথর হয়ে ।
যেখানে সুন্দর জীবনের স্বপ্ন দেখি বারবার ,
অথচ হেরে যাই প্রতিবার ।।


আমি বাস করি এমন এক পৃথিবীতে
যেখানে ঈশ্বরের সব ক্ষমতাই
ছলনার কাছে পরাজিত হতে হতে
অস্তিত্বহীন ।।