যখন সমুদ্র পরীরা ঘুমায়
সূর্যের আলেয়ায় ,
যখন আকাশে শাদা পরীরা পাখা মেলে ,
চাঁদের সুধায় ভালবাসা ঢেলে ;
তখন মোর হৃদয়পুরীতে হেরি –
লাল ঠোঁটের মায়া জড়ানো পরী ।
তার নেই কোন শাদা পাখা,
তবু আছে চোখের পাতায় ভালোবাসা মাখা ।
তার রূপ যেন এ প্রাণের সুধাকর ,
বাঁকা অধরের হাসি যেন প্রাণেতে অমর ।
তার রেশম কালো চুলের ছায়ায়,
এ হৃদয় শান্ত হয়ে যায় ।
তার কথাগুলো যেন ইন্দ্রপুরীর কবিতা ,
মায়াবী চোখের পরশ যেন প্রাণের সবিতা ।
তার প্রাণের আবেশ যেন সাগরের নীল জল,
বুকচাপা ভালোবাসা যেন ইন্দ্রকুলের কুসুম পরিমল ।
সে যখন হেঁটে যায় কোমল পায় –
এ হৃদয় তখন মাদল বাজায় ।
তার চরণতলের পথের ধূলা ,
তার পরশ পেয়ে হয়ে যায় আত্মভোলা ।
অদৃশ্য পবন যেন তার দেহের ছোঁয়ায় ,
স্বর্গধূপে সুবাসিত হয়ে যায় ।
সেই পবন যখন লাগে মোর গায়,
মনে হয়, এ দেহ যেন তার দেহের উষ্ণ পরশ পায় ।
তার চোখের চাওয়ায় প্রাণে ফাগুন আসে ,
তার হাসিতে যেন পৃথিবী হাসে ।
তার চোখের পাতা কত স্বপ্ন আঁকে !
প্রাণের পৃথিবী তাই চায় তাকে ।
ভালোবাসি তাকে মনে-প্রাণে ,
মোর ভালোবাসার কথা পৃথিবী জানে ।