অনুভূতিগুলো আজকাল বেশ ভোঁতা হয়ে গেছে,
বৃষ্টির ধ্বনিতে আর কোন ছন্দ নেই,
পূর্ণিমার জোছনা কোন তৃষ্ণা
জাগাতে পারছে না আর।
অনেকগুলো শব্দ আর ছন্দের মেলায়,
বাধছে না কোন কবিতা;
আকাশের নীলিমার নীল শাড়ী-
রংধনু পাড়,
ভেজা আচল-
আজ অনুভূতির ব্লকলিস্টে ।
শুধু অসহ্য কিছু যন্ত্রণা নিয়ে
এককোটি বছর ধরে মহাকাল আটকে গেছে
আমার মস্তিষ্কের নিউরনে ।
শুনেছি মহাকাল মহীনের ঘোড়ায় চেপে-
খুব দ্রুতই বয়ে যায়;
স্মৃতিরা বিস্মৃত হয়;
কষ্টেরা ঢাকা পড়ে সুখের চাদরে ;
মহাকালের বৃষ্টিতে ধুয়েমুছে যায়-
ব্যাথা, যন্ত্রণা, লাল-নীল কষ্ট ।
অথচ আমি একই স্বপ্নে –
এককোটি বছর ধরে অপেক্ষায় আছি-
ঘুমেরাও আজ আমার শত্রু ।
চারপাশে সবাই ঘুমায়-
আর আমি জাগি এঞ্জেইনার ব্যাথায় ;
মহাকালের স্রোতের সফেদ ফেনায়-
আমিও একদিন ঘুমাবো ।