তুমি কেমন মেয়েগো,
এত সহজে ভুলে গেলে সেই রাতের কথা
      আমিতো সেই রাতের স্মৃতি,
মন থেকে আজও মুছতে পারিনি।
     আমি কি এতই খারাপ ছিলাম,
     নাকি আমার মাঝে ভালবাসার
                   কোন অভাব ছিল।।


তুমি হবে আমার, আমি হব তোমার
দুজনে হব একান্তই দুজনার
     যে বাঁধন ছিরবেনা কখনো,
     কখনো খুলবেনা, কখনো মুছবেনা


     দুজনার হাতে নিঃশব্দ রাতে
  ভালবাসার যে প্রদীপ জ্বেলেছিলাম,
ভেবেছিলাম ফুরাবেনা কখনো
                   সেই প্রদীপের আলো,
    দুজনার ভালবাসার উষ্ণ তাপে
সে আলো হয়ে উঠবে আরও ঝলমলে।।


যে আলোর আলোক রশ্মিতে মুছে যাবে,
     ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়ানো
সমাজের অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন
     ছোট-বড়, ধনী-গরীবের ব্যবধান।।


যে ভালবাসার উষ্ণ আলোর তাপে,
               সমাজের কিশোর-কিশোরীরা
ভালবাসার প্রতি, আরও আকৃষ্ট হয়ে পড়বে।।


কিন্তু হঠাৎ,
এ কোন কাল বৈশাখীর ঝড়ো হাওয়া
                   মুহূর্তেই নিভিয়ে দিল,
       ভালবাসার প্রজ্জলিত দ্বিপ-শিখা।।
এটা কি আসলেই কোন দমকা হাওয়া,
নাকি একান্তই তোমার মনের চাওয়া,
              যদি তুমি এমনটা না হও
তবে কেনইবা দূরে সরে যেতে চাইছ...?


আমি তোমায় ভুলতে পারবনা,
আমিতো তোমায় ভালবেসেছিলাম!
          মন থেকে বিশ্বাস করেছিলাম...
কিন্তু, আজ বুঝতে পারছি জীবন-বিদায় লগ্নে
   তোমার মাঝে কোন ভালবাসা ছিলনা,
তোমার মনে কোন আবেগ অনুভূতি ছিলনা,
আমি আজও তোমায় মনে রেখেছি
     এতকিছুর পরে
          “তুমি কেমন মেয়েগো”


লেখা... ০১-০৬-২০১২