এ কেমন ইচ্ছে তোমার
        মরে যেতে চাও,
কি এমন দুঃখ মনে
        বলতে যদি তাও।


শুনতাম আমি হৃদয় দিয়ে
        অশ্রু ভরা চোখে,
কিসের এত কষ্ট তোমার
        বসত করে বুকে।


মেঘেরও তো দুঃখ আছে
        বৃষ্টি হয়ে ঝড়ে,
তোমার এত কষ্ট কিসের
        চাইছ যেতে মরে।


দুঃখের সাথে যুদ্ধ করেই
        বাঁচতে হবে ভবে,
দুঃখ ছাড়া সুখের হাসি
        কে দেখেছে কবে।


মরণ সে তো সবার জীবনেই
        হবে অনিবার্য,
তাই বলে কি নিজে নিজেই
        দিনটা করবে ধার্য।


তোমার যদি এতই দুঃখ
        ভাগ কি আমায় দিবে,
তোমার জীবন সাথী করে
        আমায় কি আর নিবে...?