নতুন বছর নতুন দিনে
সবাই অনেক খুশি,
আমার মনে পুরনো সেই
দুঃখ আজও পোষি।


সবাই কত হাসে খেলায়
গায় আরো কত গান,
আমার মনের পুরনো ব্যথা
ফিরে পায় যে প্রাণ।


হাসতে গেলে অশ্রু ঝরে
ঝর্ণাধারায়,
আমার মনের ব্যথার ছড়া
নতুন কে সে গায়।


আমার মনে এমন ব্যথা
কে বা দিয়ে গেল,
সাজানো এই ছোট্ট জীবন
করে এলোমেলো।


কিসের এত কষ্ট আমার
সবই তুমি বুঝ,
তাইতো আরও ব্যথা দেওয়ার
নতুন কিছু খোঁজ।


নতুন বছর নতুন দিনেও
ব্যথা দিলে তুমি,
আজও তোমায় ভালবাসি
কল্পনায় প্রিয়দর্শিনী।।


লেখা... ০১-০১-২০১৫