হাজার ফুলের গন্ধ তুমি
হাজার তারার আলো,
তাইতো আমি অন্ধ প্রেমে
তোমায় বাসি ভাল।।


জুঁই চামেলি হাস্নাহেনা
বকুল ফুলের সাথে,
কেমন করে গন্ধ বিলাও
একলা গহীন রাতে।।


তোমার গন্ধে ব্যাকুল হয়ে
নিদ্রা ভুলে যাই,
রাত-বিরাতে মরমিয়া
জান&লা খুলে চাই।।


কোন কাননের ফুলগো তুমি
আসবে কি মোর বাড়ি,
তোমার জন্য বুনছি আমি
রেশমি সুতোর শাড়ি।।


এত ফুলের গন্ধ বুকে
কেমনে আগলে রাখ,
আমায় একটু বলতে যদি
কোনবা দেশে থাক।।


কোনসে গাছে ফুটলে তুমি
কোন বাগানে থাক,
ফুল পরীও তোমায় দেখে
যাবার ইচ্ছে না’ক।।


এত দিনে বুঝলাম আমি
বহু দিনের পাছে,
প্রেম বাঁগিচায় ফুটলে তুমি
ভালবাসার গাছে।।