তোমার সুখের রাজ্যে আমি ছিলাম প্রজা
ইচ্ছেমতো হুকুম করো দাও মোরে সাজা
তোমার মনের উঠন জুড়ে রঙিন তারার মেলা
আমার হৃদয়পুরে কেবল দুঃখ করে খেলা।
আমার মনের রাজ্যে তোমার অপার বিচরণ
কড়া শাসন হেথায় অবাধ্য হলেই মরণ
আকাশকুসুম ইচ্ছে, ছিল অবুঝ যত বায়না
ভালবাসি তোমায় তাই অবজ্ঞা করতে মানা।
স্বেচ্ছাচারী তুমি, তোমার জগৎ জুড়ে
প্রেমের পরশ পাখি আজ উড়ছে অচিনপুরে
সিংহাসনে বসে ফেলেছো নোঙ্গর মনে
তোমার উদাসীনতায় আমার প্রেমিক হৃদয় ভাঙ্গে।
প্রেমিক প্রজা আমি তোমার রাজতন্ত্রে ঠাঁসা
চাই যে হতে বিদ্রোহী বাধবো মনে বাসা
আশায় আছি তুমি জ্বালবে প্রদীপ কবে
রাজতন্ত্র ছেড়ে এই প্রেমিক প্রজার হবে।
তোমার মনের ভাষা হয় নি আজও জানা
মনের রাণী তুমি তবুও নযর দিতে মানা
প্রেমিক আমি প্রজা আজ ভালবাসার তরে
জানি শুধু আমারই হবে তোমার সুখের রাজ্য ছেড়ে।