বয়সের অপরিপক্কতা আর স্বচ্ছলতায় অপূর্ণতা
আমাকে দিয়েছে অমীমাংসিত এক অতীত
যার দায়ভার নিয়ে প্রতিনিয়ত হেঁটে চলেছি আমি
এই পৃথিবীর বুকে...অনন্ত পথে...জীবন্ত লাশরূপে
জীবনের যে মূহুর্তয় অনুভব করেছি একজোড়া শীতল হাতের মর্মস্পর্শ
হেথায় সে মানবিকা বাড়ায়নিতো কোন হাত
মত্ত রেখেছিল নিজেকে সফলতার গল্পের নেশায়
নিকৃতির দায়ভার নেবে না বলে শতবার দেখিয়েছে অজুহাত
অপূর্ণতা নিয়ে সংগায়িত হয়েছি বহুবার
আড়াল করেছি মমতার মায়াজাল
নিভৃতে ফেলেছি দু'ফোটা চোখের জল, ফেলেছি দীর্ঘশ্বাস
বিবর্ণ মনের স্পৃহা যত সব হয়েছে ধূসর
পাইনি খুঁজে আমার অস্তিত্বের সমাহার
অপূর্ণতা যে সুখের অন্তরায়