আমাদের প্রেমে ছিল আলস্যে ভরা দুপুর,
আমরা পাতাহীন বৃক্ষতলে বিছানা পেতেছিলাম,
ঝড় বৃষ্টি আমাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিলো সমুদ্রে,
আর আমরা বার বার ডুবে ডুবে ঘুমিয়ে পড়েছিলাম,
অবেলার ঘুমে।
আমরা কঙ্কালের শরীরে মাংসের ছোঁয়া নিয়েছি,
আর খসে খসে পড়া মাংস সাথে নিয়েই বেঁধেছি তাসের ঘর।
আমরা মৃত জমিতে কৃত্রিম বীজ বুনেছি,
বেঁচে থাকার মরীচিকায়।
আমরা হারিয়ে ফেলেছি সঞ্চিত ভালোবাসা,
আমরা এখন শূণ্যতায় পাড়ি দিচ্ছি
লক্ষ্যহীন পথ আর সকাল থেকে সন্ধ্যা।
আর যা থাকে তাও বেঁচে দিয়েছি,
ভালোবাসার সস্তা ঘাটে,
যেখানে ভালোবাসা থাকে ঘুমিয়ে,
অনেক ক্লান্তিতে।