রজনীরা গত হচ্ছে ঘুমহীন,
একটু শির ভালে তোর স্পর্শের প্রতীক্ষায়।
ঘুমপাড়ানি গানটা শুনা হয় না বহুদিন!
খাবার থালায় রাখা হাতটা অবশ হয় নিত্য;
'আয়! খাইয়ে দিই।' কথাটার নিশব্দ ঝংকারে।
তোর বুকে মাথা রাখতে বড্ড ইচ্ছে করছে।
হেথায় যে প্রশান্তি তার ফোয়ারা ছুটিয়েছে!
ললাটে তোর আঁকা ঐ চুমোখানা ;
শিল্পীর তুলি কখনো ভুলাতে পারবে না!
তোর সেই মধুমাখা ডাকটা শুনব বলে
ছিয়াত্তর মাইলের পথ ঘরকুনো মনে হয়!
মা! একটিবার বল, 'আয় খোকা! কাছে আয়!'
তোর খোকন ভেঙে দেবে সব জিঞ্জির
এক মুহূর্তদেবীর অব্যক্ত ইশারায়!