আমি শান্ত বিভোর,
তুমি শিশিরভেজা ভোর!
আমি নীল আকাশের সফেদ মেঘ,
তুমি বর্ষা দিনের বাদল ঝরা আবেগ!
আমি মুগ্ধ মনে সাজানো পবন,
তুমি ঐ মায়া ধরা গোধূলী লগন!
আমি তপ্ত রোদে বালিয়াড়ীর খেলা,
তুমি পথিক শ্রান্তির তরুছায়ার মেলা!
আমি অমানিশার ঘুটঘুটে অন্ধকার,
তুমি পূর্ণিমা রাতে চাঁদের বাহার!
আমি স্রোতহীন নিঃস্ব নদীজল,
তুমি স্রোতস্বিনীর বাহুর আদল!
আমি অশান্ত মনের নির্বাক শ্রোতা,
তুমি শান্ত প্রবাহের নির্ভুল বার্তা!
আমি আলিঙ্গন ছেড়ে রণাঙ্গনের সাথী,
তুমি বিশৃঙ্খতায় আনো মিলনের গতি!
আমি উচ্ছিষ্ট মনের নিকৃষ্ট আলাপন,
তুমি সর্ব কাজের উত্তম সমাপন!
আমি আমাতে নয় তোমাতে মিশিতে চাই,
তুমি কি আমার হবে? পরিশেষে জানিয়া যাই!