- মণি জুয়েল(Moni Jewel)


একলা আকাশের নিচে দাড়িয়ে আছি আমি।
ভেসে ভেসে যাচ্ছে জমাট মেঘগুলো,
আমার মনেরই সাথে সাথে।
পাহাড়ের পাদদেশে জমে থাকা জলের
শতদল,
আবছা হয়ে যাওয়া প্রান্তর,
দেখতে দেখতে হারিয়েই যাচ্ছি...
ক্রম অনুক্রমে
মিশে যাচ্ছি নীলে,মিশে যাচ্ছি সবুজে


অনন্তে হারিয়ে, শূন্যের সীমাহীন সীমানায়!২


ভেসে যাওয়া পাখিদের ঢেউ খেলানো-
ঠিকানায় ফেরা,
মেঘের আড়ালে একমুঠো রোদ,
ফেলে আসা ফ্যাকাসে পথ
দেখতেছি...
হাসতে হাসতে গড়িয়ে চলেছে পৃথিবীও
প্রেমে আমারই সাথে সাথে,
ভেসে যাচ্ছি যেমন আমিও শূন্যতায়।
অথচ সে'ই তখন থেকে দাঁড়িয়ে আছি আমি!


***29.07.2017-ধুলিয়ান-03:50বিকেল***