- মণি জুয়েল(Moni Jewel)


চা ফ্যাক্টরি বন্ধ হবার পর অমল আত্মহত্যা করেছিলো
তার বিধবা কামীনি তখন একটি মাত্র মেয়েকে নিয়ে...
নিশুতির খসে পড়া দুটি ফুল, আহ্ কি না দুর্গতি!


মধ্যবঙ্গের ধাবাগুলোতে দেখা যেত ট্রাকের আলোয়
খালাসি, ড্রাইভারদের গুতোয় সুখ খুঁজতে,
অমল জীবন খুঁজতে।
দোলা দি'র পরামর্শে মৃত্যুর সাথে দেখা হয় নি,
এখনও বেঁচে আছে।
কোলের সে' মেয়েটির কি যেন নাম!
বড় হয়ে গেছে এখন, বুকে তার বয়সের চিহ্ন,
সেবাসংঘের সেবিকা রণিতা দেবীর কাজের মেয়ে।


খুবই তপ্ত রণিতা আজকাল পাহাড় পর্বত ভাবনায়,
দেশপ্রেমের আগুনে, স্ট্যাটাসের পর স্ট্যাটাস!
ঠিক তখনি চায়ের কাপটি পড়ে যায়
মেয়েটির হাত থেকে!
পড়ে থাকা সেই চায়ের মানচিত্রে মেয়েটির রক্ত!
পারফেক্ট ঘুষি টাইমিং,
গুড প্লেসমেন্ট, শব্দময় নিশ্চয়যান গতিতে!
অনেক রক্ত গেছে, জ্ঞান ফিরেছে এতক্ষণে বোধহয়!


মঞ্চের শব্দে ক্রমশই মিলিয়ে যায় আর্তের ব্যথা।
হাঁটতেই থাকে নিরবে মা ও মেয়ে, সেই এক'ই পথে!
কোনো পথের শেষ হোটেলের উষ্ণব্যথায়,আর কোনো...


*****20.06.2017-ধুলিয়ান-05:35PM*****