- মণি জুয়েল(Moni Jewel)


আমার আশপাশে মানে তোমার যাকে দেশ বলো
এখানে কোনকালে যে খুব বেশী মানুষ ছিলো
বলে আমার মনেহয় না, একদমই না


তবে হ্যাঁ ভরে আছে টই, বানানের রকমফেরে!


গেরোয়ার আড়ালে কিছু বরাহের মুখ,
তসবির গিঁটে ঘাড় বাকানো কিছু উল্লুক
আর ক্রশ ঘাড়ে শয়তানের বংশধর দেখেছি


কালের বিবর্তনে ওরা সবাই কাপড় খুলেছে!
ঝুলে আছে তবুও আজও ঠিক তেমনই।
দেখলেই দেখা যায় এদের নির্লজ্জতা!


ওদেরই পরবর্তীপ্রজন্ম স্বঘোষিত মানব আজ!


অথচ ধরে আছে ধ্বজা ওরা সকলেই,
মানুষ এঁদের বড়জোর হনুমান'ই বলতে পারে
আমার আশেপাশে তোমরা যাদের 'মানুষ' বলো।


***06.07.2017-ধুলিয়ান-12:55দুপুর***