- মণি জুয়েল(Moni Jewel)


আমার সামনে আয়নাটা আবারও মেলে ধরো
অনেকগুলোদিন আমি আমাকে দেখি নি
অনেকগুলোদিন...
শেষ দেখেছিলাম তেরোই মে নীল ওই দুইচোখে।
তারপর কতগুলো চোখ যে আমায় দেখেছে
কতগুলো মুখ যে আমি দেখেছি
তার হিসেবই রাখি নি।
হয়তো আকাশের তারা'রা  জানে
সংখ্যার অধিক যারা হয়তো তারাই
অসংখ্যের হিসেব জানে।
কিন্তু কোথাও পাই নি!
ঘাসের শিশির বিন্দুতে কতবার যে
নিজেকে দেখতে গেছি
কতবার যে ভেজামাটিতে
তোমার শরীরের গন্ধ পেতে চেয়েছি
কিন্তু কোথাও পাইনি, কোত্থাও না!
কখনো সখনো হয়তো
পদ্মা-ভাগীরথির মতন দুটোস্রোত
আনমনে, মনের অজান্তেই গড়ে চলে গেছে
কিন্তু ঘন তমসায় কোথাও তোমায় খুঁজে পাই নি
অনেকগুলোরাত...
অনেকগুলোরাত আমি আমাকে দেখি নি
ও ডোনা, তুমি এসো,আমার বুকে, নীলশয্যায়