- মণি জুয়েল(Moni Jewel)


আকাশ এখন অনেকটা মুক্ত, নির্মল, পরিষ্কার।
অনেক অনেকদুর...
উড়ে যাচ্ছে কয়টি চতুর-চিল
নিচে মায়ের পেছন পেছন খুঁদে খুঁটে খাওয়া
মুরগির বাচ্চাগুলো।
রাতভোর ভেজা কচি সবুজ সজনে পাতা,
মাচান সাজানো শিম
পাতায়-পাতায় মাখামাখি
সদ্য জেগে ওঠা কাঁচা-সোনা-রোদ্দুর।


ভেসে আসছে শীতল বাতাস, জানালা
ঠেলে, দুলিয়ে দিয়ে পরদা
মন খারাপের দুপুরে
ভেসে আসছে দুরে থেকে সুরেলা আজান
সনসন মেট্রো-শব্দে
ছুটে চলেছে টুকটুকি। মাতোয়ারা সারাপাড়া
স্কুলছুটির কিশোরীয় হুল্লোড়ে!
স্নান সেরে নেওয়া-
পড়শি বৌ দুটি কাপড় মেলছে, বলছে কি যেন!


***14.08.2017-ধুলিয়ান- দুপুর 12:40***