- মণি জুয়েল(Moni Jewel)


যতদিন তোমার সেনাবাহিনী গুলি ছুড়বে
আমার কবিতাও বুলেট গতিতে বিপরীতে...
ওরা স্বাধীনতা চায়, সমর্থক আমি
তাদেরই পথে পথে


ওই সংগ্রামী আত্মাগুলো যখন
ঢিল ছুড়ে, ঘাতে, পদাঘাতে
                  এগিয়েই চলেছে পৃথিবীর আশায়
                        জীবন পেতে,


                        ঢেলে চলেছি
                  আমিও তখন,সেই জীবনই দিতে!
ঠিক ঠিক যেমন ওই সেনার
AKসাতচল্লিশে বিপ্লবীর-ফোয়ারা!


মরণ হলে তবেই
জীবন পাওয়া হয়। ওরা পেতে চায়!
বাঁচতে দাও, নয়লে ভেসে যাবে'ই একদিন-
মা মাটি, বস্তিদেশ। দেখো ফিরে ইতিহাস।


****26.04.17-Dhuliyan-01:00PM****