- মণি জুয়েল(Moni Jewel)


ক্লান্ত বিড়ালটি শুয়ে আছে
কাক, ময়না, দোয়েল ইত্যাদি পাখিদের-
সুরের মেডিটেশনে আচ্ছন্ন পৃথিবী
এখন কেমনই যেন!


মাঝে মাঝেই বাইকের হর্ণ
শুন্যমনকে আরো যেন উদাস করে দেয়!
দুর থেকে ভেসে আসা ও'ই পাড়ার
বউয়ের ডাকাডাকি


কেমনই এক উষ্ণতা মাখা!


পলকে ভেসে ওঠে-
আমার হারানো সে শৈশব,কৈশোর
পাতা ভার হয়ে আসছে, কল্পস্বপ্নালোকে
সেই আইস-ক্রিম'ওয়ালা!


বাবার বকুনি, আদর
একটু চড় থাপ্পড়, দুই'চোখ কান্না
ছোট ভাইটির উল্লাস,বড় হয়েছে যদিও
শৈশব এখনও জেগে আছে!
×××30.03.17- ধুলিয়ান-দুপুর ২টা×××