- মণি জুয়েল(Moni Jewel)


সাতরঙা রামধনু কখনও তালুবন্দি হতে শেখে নি
যেমন তোমার মন, আমার মন


সবেরই কি নাগাল পাওয়া যায়?


কতগুলো কথা
যেগুলো বালিশে লুকিয়ে থাকে
কতগুলো কার্নিশে
আরো কতগুলো আনমনামনের সিলিংএ


তবুও সব কি দেখানো যায়, পেরেছো কি?
ঘুলঘুলিআশ্রিতা
পাখির ছানারা দেখেছে হয়তো
এই মনের কার্নিশ
আর হয়তো বা ফুটো বেয়ে আসা রোদ্দুর!


মনের গহীনে তবুও দেখেছে কি?


দেখেছে কি তবুও- রামধনু বুকের শূন্যতা
দেখেছে হয়তো-
এ তরঙ্গের পিছনে ভেজা তরঙ্গ,
রঙীন এই ফার্নিশ ।


কেউ দেখেছে কি গুমোটশুন্যতা?


দেখেছে নিভৃতে মিলিয়ে যাওয়া?
মনের মনে গোপনকথা মন ছাড়া কেউ শোনে নি!
।।। 28.02.17-ধুলিয়ান-01:50দুপুর ।।।