- মণি জুয়েল(Moni Jewel)


জানি না, আর কতটা নিরব হলে তবে ভালোবাসা ভাষা পায়!


কেউই নেই, খোলা মাঠ, ভবঘুরে এক আমি-
আচ্ছন্ন,বিরামহীন খোঁজে!
পাখিদের ডাকে-
খসে পড়া পাতাগুলো উড়ছে হেলে দুলে
কেঁপে ভেসে আসছে জোগানদারের সুরেলা হাঁক!


শব্দ তরঙ্গের এ মেডিটেশনে,পৃথিবী মত্তমগ্ন তখন
অবিরাম ভ্রমণে আচ্ছন্ন!
অঙ্গের রঙ্গ'বাঁকে-
যেমন কামীনি নিয়ে যায় সম্ভোগ মোহনায়,
নিঃশব্দ শ্বাসে কুলকুল সুরে নেচে ওঠে হৃদয়


তেমন তরুলতা বৃক্ষ ভূমি সিন্ধু বিন্দু পেরিয়ে
মগ্ন এ মন নগরের পথে..!
পথিকের আনাগোনা,
দিব্য হাজারভীড়ের তরঙ্গে,খুঁজে চলেছে-
নিজের মুক্তি,নিজেকে দেখে নেওয়ার অপার দ্বার!


কত রূপের সমাহার, মধ্যবয়সী বউ'র নাভী গহ্বর,
রাইকিশোরীর পিনাগ্র-বৃন্ত!
যুবতির কল্লোল হাসি
মত্ত,ভবঘুরে আমি, তোমায় খুঁজে চলেছি!
তুমি শুনতে কি পাও ডোনা, আপ্রাণ আবাহন?


বলতে পারো, আর কত গহ্বর পরে লাস্য'যমুনায় ডোবা যায়?
   ×××06.02.17/ 01:00দুপুর/ ধুলিয়ান×××